উত্তরদিনাজপুর

ছাত্রীদের আত্মরক্ষা সহ একাধিক বিষয়ে নিয়ে, কালিয়াগঞ্জ মিলনময়ী উচ্চ বিদ্যালয়ে কর্মশালার আয়োজন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রীদের মধ্যে মানসিক সক্ষমতা গড়ে তোলা সহ আত্মরক্ষা ও প্রতি আক্রমণের জন্য কিছু মৌলিক কৌশল শেখানোর উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। সেই মতে শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মিলনময়ী উচ্চ বিদ্যালয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় জেলা নবম থেকে দ্বাদশ শ্রেনীর সব কটি বিদ্যালয়ের প্রায় ৭৫ জন প্রতিনিধি যোগদান করে। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাবনী চট্টোপাধ্যায় ও ২ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রান্তীক চক্রবর্তী সহ অন্যান্যরা।

এবিষয়ে কালিয়াগঞ্জ মিলন ময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাবনী চট্টোপাধ্যায় জানান, এই কর্মশালার পড়ে প্রতিটি বিদ্যালয়ের প্রতিনিধিরা নিজ নিজ বিদ্যালয়ে প্রশিক্ষকদের দিয়ে ছাত্রীদের প্রশিক্ষণ দেবে। জীবনে এগিয়ে চলার দৃঢ় সংকল্প নিতে হবে তাদের। তার জন্য চাই সঠিক সময়ে সঠিক পদক্ষেপ। যাতে ছাত্রীরা উপকৃত হবে এবং সঠিক উপায়ে নিজেদের সমস্যা ও প্রতিকুলতা কাটিয়ে উঠতে পারবে বলে তিনি মনে করেন।